School Code : 1758 College Code : 1082 EIIN : 108214
১৯৫২ সালে বাংলা ভাষার জন্য আত্ম ত্যাগী শহিদদের স্মরণে অমর একুশে ও আন্তর জাতিক মাতৃভাষা দিবস পালিত হল বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজে গভনিং বডির মাননীয় চেয়ারম্যন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, অত্র কলেজে মাননীয় অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল, কলেজের একাডেমি কাউন্সিলের আহ্বায়ক জনাব জাকিদুল ইসলাম, একাডেমিক কাউন্সিল ও চেয়ারম্যানের সদস্য সচিব সুশীল চাকমা ,কলেজের উপদেষ্ট রেবকা করিম ও কলেজের একাডেমি কাউন্সিলে সদস্য মোস্তাকিয়া মুহামুদা পারভীন।