একাডেমিক কাউন্সিলের আহ্বায়কের উপলব্ধি

Md. Zakidul Islam

Convener, Academic Council

ঢাকা মহানগরীর বুকে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ যেন এক সবুজ অমরাবতী। মিরপুর ১৩-তে অবস্থিত গাছ-গাছালি ঘেরা এই কলেজ প্রাঙ্গণ ক্লান্ত চোখে প্রশান্তি দেয়।

 

অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী কয়েকজন শিক্ষানুরাগী বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট গঠন করেন এবং ঢাকা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের আরো অনেকে মিলে মিরপুর ১৩-তে একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে এই  কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে মহান বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিত্ব ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর নেতৃত্বে কলেজটি সামনের দিকে এগিয়ে চলেছে। বর্তমানে এই কলেজটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের মানুষের ঐক্য ও ভ্রাতৃত্বের এক মিলনস্থলরূপে পরিগণিত হচ্ছে। রাজধানী ঢাকায় এতো অধিক সংখ্যক পাহাড়ী জনগোষ্ঠীর শিক্ষক-শিক্ষার্থী অন্য কোনো প্রতিষ্ঠানে সম্ভবত দেখা যায় না। এতে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর অনেকেই পাহাড়ীদের সাথে মিশে তাদের সংস্কৃতি, ভাষা প্রভৃতি বিষয়ে পরিচিত হচ্ছেন। বাংলাদেশ যে একটি বহুভাষিক ও বহুসংস্কৃতির দেশ তা এই প্রতিষ্ঠানে এলে বেশ বোঝা যায়।

 

ধূমপান ও রাজনীতিমুক্ত এই কলেজের পাবলিক পরীক্ষাসমূহের ফলাফল বরাবরই সন্তোষজনক। আশা করা যায়, আগামীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল আরও আশাব্যঞ্জক হবে। এ বিষয়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো, গভর্নিং বডি ও ট্রাস্ট ফাউন্ডেশনের সদস্যবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক মানোন্নয়নের জন্য সদা সচেষ্ট রয়েছেন। আশা করি, সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই এই প্রতিষ্ঠানকে ভালোবেসে নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে যাবেন যাতে এটি দেশের অন্যতম উন্নত প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করতে পারে।

(মো. জাকিদুল ইসলাম)

আহবায়ক

একাডেমিক কাউন্সিল

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ।