Md. Zakidul Islam

Convener, Academic Council

যানবাহনের দীর্ঘ সারি আর কংক্রিটের এই ঢাকা শহরে তীব্র নাভিশ্বাস ওঠা জীবন একটু হলেও প্রশান্তি পাওয়া যায় মিরপুর ১৩ নাম্বারে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ প্রাঙ্গনে। ঢাকা শহরের বুখে গাছ-ছাছালি ঘেরা এই কলেজ প্রাঙ্গণ ক্লন্ত চোখে আম দেয়।

অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ক‘জন মানুষ বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট গঠন করেন এবঙ ঢাকা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের আরো অনেকে মিলে মিরপুর ১৩ নাম্বারে একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে এই বনফুল আদিবাসী কলেজটি প্রতিষ্ঠা করেন ২০০৪ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকে মহান বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিত্ব ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর নেতৃত্বে কলেজটি সামনের দিকে এগিয়ে চলেছে। বর্তমানে এই কলেজটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের মানুষের ঐক্য ও ভ্রাতৃত্বের এক মিলনস্থলরূপে পরিগণিত হচ্ছে। রাজধানী ঢাকায় এত অধিক সংখ্যক পাহাড়ী জনগোষ্ঠীর শিক্ষক-শিক্ষার্থী অন্য কোনো প্রতিষ্ঠানে সম্ভবত দেখা যায় না। এতে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর অনেকেই পাহাড়ীদের সাথে মিশে তাদের সংস্কৃতি, ভাষা ইত্যাদি নিয়ে পরিচিত হচ্ছেন। বাংলাদেশ যে একটি বহুভাষিক ও বহুসংস্কৃতির দেশ তা এই প্রতিষ্ঠানে এলে বেশ বোঝা যায়।

ধূমপান ও রাজনীতিমুক্ত এই কলেজের পাবলিক পরীক্ষাসমূহের ফলাফল বরাবরই সন্তোষজক। বিগত প্রায় ১৭ মাস করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর অতি সম্প্রতি কলেজে পাঠদানসহ অন্যান্য সকল কার্যক্রম চলছে। আশা করা যায়, আগামীবারের এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার আশাব্যঞ্জক হবে।

২০২০ সালে এই কলেজের বেশির ভাগ ক্লাসরুম ডিজিটালাইজড করা হয়। শিক্ষার মান বাড়ানো ও শিক্ষার্থীদের সন্তোষজনক ফলাফল পাওয়ার লক্ষ্যে নিয়মিত প্রত্যেক শ্রেণির অভিভাবকদের সাথে সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে সকলের নিরাপত্তার জন্য পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনা হয়েছে। বর্তমানে কলেজে ৯৪  জন অভিজ্ঞ শিক্ষক, ৬৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে বিভিন্নভাবে অবদান রেখে চলেছেন যাতে কলেজের সার্বিক পরিবেশ উন্নত থেকে উন্নততর হয়। সর্বোপরি আমাদের সম্মানিত চেয়ারম্যান ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো, গভর্নিং বহি ও অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই এই প্রতিষ্ঠানকে ভালো সবাই এই প্রতিষ্ঠানকে ভালোবেসে নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে যাবেন যাতে এটি দেশের অন্যতম উন্নত প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করতে পারে।

 

(মো. জাকিদুল ইসলাম)

আহবায়ক

একাডেমিক কাউন্সিল

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ।