School Code : 1758 College Code : 1082 EIIN : 108214
কলেজের পরিচিতি
![](https://baghc.edu.bd/wp-content/uploads/2023/08/Campus.jpg)
তিলোত্তমা ঢাকা মহানগরীর নগর বিন্যাসে সবচেয়ে অনিন্দ্য সুন্দর অলিন্দে অবস্থান মিরপুর জনপদের। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, চিড়িয়াখানা, নানা ধরণের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরসহ বহুবিধ নগর স্থাপত্যের পরিপাট্যে মিরপুর জনপদ আধুনিক সভ্যতার এক নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে। এ অপার সৌন্দর্যের লীলাভূমির মিরপুর-১৩, প্লট নং-০৪, ব্লক-এ, ১নং আহসানউল্লাহ রোডে পার্বত্য বৌদ্ধ সংঘের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত শাক্যমুনি বৌদ্ধ বিহারের পবিত্র প্রাঙ্গনে ২০০৪ খ্রিষ্টাব্দের ৯ জুলাই বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে ‘বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ’। পার্বত্য বৌদ্ধ সংঘের সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর অবিসংবাদিত নেতৃত্বে বাংলাদেশের তিন পার্বত্য জেলার কোমলমতি শিক্ষার্থী ও মিরপুরের সর্বস্তরের ও সর্ব ধর্ম সম্প্রদায়ের সুনাগরিকবৃন্দের সুসন্তানদের মৈত্রী বন্ধনে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ মানবিক আবহে অধ্যক্ষ, সুযোগ্য একাডেমিক কাউন্সিল এবং ৯৪ জন শিক্ষক-শিক্ষিকার নিরলস শ্রম, মেধা ও মননজাত শিক্ষার্থীবান্ধব প্রজন্ম বিনির্মাণ ভাবনার অনুষঙ্গে ‘বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ’ প্রজন্মকে সত্যিকার মানব সম্পদে পরিণত করার জন্য শিক্ষা বিস্তারে নিরন্তর ভূমিকা রেখে যাচ্ছে নিরবচ্ছিন্নভাবে। কলেজের একাডেমিক কর্মকান্ড সুষ্ঠু, সুন্দর ও পরিচ্ছন্নভাবে পরিচালনাসহ পাঠদানের নব নব সৃজনশীল পদ্ধতি অনুসরণ করে বর্তমানে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষার্থী সংখ্যা দুই সহ¯্র থেকে তিনসহ¯্রে উন্নীত হবার দ্বারপ্রান্তে উপনীত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। সুবিশাল মনোরম বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ কমপ্লেক্স ২০২৩ শিক্ষাবর্ষে আপনাকে এবং আপনার সন্তানকে এই বলে সুস্বাগতম জানাচ্ছে যে, ‘সন্তান আপনার, মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের’।