School Code : 1758 College Code : 1082 EIIN : 108214
প্রতিষ্ঠা পর্ব
বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট বাংলাদেশের তিন পার্বত্য জেলার বিচক্ষণ, দূরদর্শী, দেশপ্রেমিক, শিক্ষাব্রতী মানুষের বহুযুগের লালিত স্বপ্নের বাস্তবায়নে ২০০৪ সালে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ প্রতিষ্ঠা করেন। এ কলেজ যুগশ্রেষ্ঠ দধীচি সদৃশ ব্যক্তিত্বের অধিকারী ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো মহোদয়ের অবিসংবাদিত নেতৃত্বে দিন দিন একটি পরিপূর্ণ ও বিকশিত শিক্ষা প্রতিষ্ঠানের রূপ পরিগ্রহ করতে চলেছে। বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের শিক্ষাব্রতী দেশপ্রেমিক সদস্য-সদস্যাবৃন্দের অকুন্ঠ সমর্থন ও যোগ্য নেতৃত্বে এবং অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর জীবনঘনিষ্ঠ পাঠপরিকল্পনায় ঋদ্ধ অভিজ্ঞতার সংশ্লেষণে ‘বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ’ মিরপুর তথা ঢাকা মহানগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে ক্রম: উন্নতির পৌন:পুনিক ধারাবাহিকতায়।